

নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে এরশাদ বলেন, লোকসভা নির্বাচনে ভারতের জনগণ গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করেছে। এরশাদ নতুন সরকারের অধীনে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, আমি ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।
এরশাদ আরও বলেন, ভারত বিশ্বের অন্যতম প্রধান গণতান্ত্রিক দেশ। সে দেশের জনগণ প্রমাণ করেছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তারা নিবেদিত।