পরাজয়ের দায় কাঁধে নিলেন সোনিয়া-রাহুল

  • sahin rahman
  • May 16, 2014
  • Comments Off on পরাজয়ের দায় কাঁধে নিলেন সোনিয়া-রাহুল
sonia-grab6myab-01
sonia-grab6myab-01
সোনিয়া ও রাহুল- ছবি জিনিউজ

কংগ্রেসের ভরাডুবির দায় এবার নিজের কাধেই নিয়ে নিলেন মা-ছেলে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে কংগ্রেসের এই নেতারা নতুন মোদি সরকারকে অভিনন্দন জানিয়ে তাদের পরাজয়ের দায় স্বীকার করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এক সংবাদ সম্মেলনে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, নতুন সরকারকে অভিনন্দন। এই পরাজয় আমরা বিনম্রতার সঙ্গে স্বীকার করছি। আমি কংগ্রেস সভানেত্রী  হিসেবে এই পরাজয়ের দায়িত্ব গ্রহণ করছি।”

এদিকে গান্ধিনগরের মানুষের স্বাগত পেতে একটু আগেই সেখানে পৌছেছেন নরেন্দ্র মোদি।

প্রতিবেদনে বলা হয়, ১৯৮৪ সালে বিজেপি যেখানে মাত্র ২ টি আসন পেয়েছিল সেখানে দীর্ঘ ৩০ বছর পর একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে  এবার ভারতের সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে দলটি। যেটা বিজেপির জন্য ঐতিহাসিক জয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এর আগে দুপুরের দিকে বিজেপির এক সংবাদ সম্মেলনে বিজেপি প্রধান রাজনাথ সিং জাানান, ভারতের সাফল্যের কাহিনি লেখার সময় এসেছে’। তিনি আরও বলেন, ‘আমি খুশি। ১৯৮৪ সালের পর হয়তো এই প্রথম, যখন স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গিয়েছে। বিজেপি এমন একটি দল, যা কংগ্রেসের চেয়েও বড় হয়েছে। প্রথম বার জাতি, ধর্ম ইত্যাদির বেড়াজাল পেরিয়ে সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। নরেন্দ্র মোদি অনেক পরিশ্রম করেছেন। এত কম সময়ে কেউই এত বেশি সমাবেশ করেননি’ বলে  উল্লেখ করেন তিনি।