

আন্দোলনের মুখে অবশেষে ঠাকুরগাঁওয়ে আটক ৮ পরিবহন শ্রমিক ছাড়া পেয়েছেন। শ্রমিকরা মুক্ত হওয়ার পর অবরোধ কর্মসূচি তুলে নিয়েছে ট্রাক-ট্যাংক লরি পরিবহন শ্রমিক ইউনিয়ন।
ফলে শুক্রবার রাত ১টা থেকে সবধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে।
জানা যায়, ঠাকুরগাঁওয়ে বুধবার রাত ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে টার্মিনাল থেকে চাঁদাবাজি ও জুয়া খেলার অভিযোগে ৮জন শ্রমিককে আটক করে। বৃহস্পতিবার দিনভর বিষয়টি নিরসনের উদ্যোগ না নেওয়ায় বিকালে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে পড়ে। মটর পরিবহন মালিক ও শ্রমিক যৌথভাবে প্রশাসনকে অচল করে দিতে শতশত বাস ট্রাক এনে জজকোর্ট, ডিসি অফিস, এসপি অফিস, জেলা জজের বাসা, ডিসির বাসা ও এসপির বাসার সামনে জড়ো করে। তাদেরকে অবররুদ্ধ করে রাখে। শহরের বিভিন্ন মোড়ে গাড়ি রেখে রাস্তা বন্ধ করে অচল অবস্থা সৃষ্টি করে। পরে অবস্থা বেগতিক দেখে অবশেষে আটক শ্রমিকদের বিনাশর্তে ছেড়ে দেয় পুলিশ।
কেএফ