

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমে উঠছে ল্যাপটপ মেলা। আজ শুক্রবার দ্বিতীয় দিনে বিভিন্ন ছাড় ও উপহারে মেলা থেকে ল্যাপটপ ও ট্যাবের মতো প্রযুক্তিপণ্য কেনা যাচ্ছে। এবারের স্লোগান হচ্ছে সবার ‘জন্য ল্যাপটপ’। মেলা শুরু হয়েছে ১৫ মে, চলবে আগামিকাল পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শন চলছে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে প্রবেশ-সুবিধা রয়েছে।
মেলার আয়োজক এক্সপো মেকার। আয়োজকরা দাবি করেছেন, এবারের মেলায় ছোট আকারের প্রযুক্তিপণ্যে ক্রেতাদের আগ্রহ বেশি। মেলায় পণ্যে ছাড়ের সুযোগ থাকায় ক্রেতার সংখ্যাও বেশি। অনেকেই ট্যাব ও নেট বুকের খোঁজ করছে বেশি। মেলায় সাশ্রয়ী ল্যাপটপ ও ট্যাব বিক্রি হচ্ছে।
মেলায় ২৮টি স্টল ও ১৯টি প্যাভিলিয়নে দেশি-বিদেশি প্রযুক্তি পণ্য নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ডেল, আসুস, এইচপি, স্যামসাং, এসার, এমএসআই, এইচটিএস, টুইনমস, লেনোভো, ফুজিত্সু, গিগাবাইটের প্রযুক্তি পণ্য প্রদর্শন ও বিক্রি করছে।
পণ্য কিনলে বিশেষ ছাড়
এবারের মেলায় পণ্য কিনলে রয়েছে বিশেষ ছাড় ও উপহারের ব্যবস্থা। এইচপি ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে পণ্য বিক্রি করছে, এইচপি এন্ট্রিলেভেল নোটবুকে দেওয়াল ঘড়ি, মিড-লেভেল ল্যাপটপের সঙ্গে টি-শার্ট ও ক্যাপ এবং হাইএন্ড ল্যাপটপের সঙ্গে এক হাজার টাকার গিফট ভাউচার উপহার রয়েছে।
এছাড়া, আসুস ল্যাপটপ কিনলে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ল্যাপটপ পাওয়া যাচ্ছে, ডেলের ইন্সপায়রন ৩৪২১ মডেলের ল্যাপটপের কিনলে একটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে। মেলায় এসার ৫টি নতুন মডেলের ল্যাপটপ এনেছে। এসারের ল্যাপটপে মূল্যছাড় ও উপহার রয়েছে। স্যামসাং ল্যাপটপের সঙ্গে উপহার হিসেবে দেওয়া হচ্ছে একই ব্র্যান্ডের এম২০২০ মডেলের একটি লেজার প্রিন্টার। তোশিবা ল্যাপটপের সঙ্গে রয়েছে ৫০০ টাকার শপিং ভাউচার ও একটি ক্যাপ। ফুজিত্সু ল্যাপটপেও রয়েছে বিশেষ ছাড়।
এআর