

অতীতের তুলনায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতি অনেকাংশে কমেছে। আর দিন দিন দুর্নীতি কমে যাওয়ার কারণে বাংলাদেশ ২০২১ সাল নাগাদ উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার কাকরাইল আইডিইবি ভবনে বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা আয়োজিত ‘শেরে বাংলা স্মৃতি বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান-২০১৪’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোটের আমলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। সে সময় শিক্ষাক্ষেত্রেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছিল। কিন্তু বর্তমানে শিক্ষাক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে, দুর্নীতিও কমেছে উল্লেখযোগ্য হারে।
সরকারকে কৃষিবান্ধব সরকার আখ্যা দিয়ে তিনি বলেন, আমাদের কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর কারণ কৃষিতে আধুনিক যন্ত্রপাতি যোগ হয়েছে। কৃষকদেরকে সার ও লোনসহ যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তোমরাই আগামি দিনের ভবিষ্যৎ। তোমাদেরকে দিয়েই আমরা ডিজিটাল বাংলাদেশ গড়বো। তাই নিজেদের মেধাকে বিকশিত করতে হলে তোমাদেরকে স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে।
সৃজনশীল পরীক্ষা পদ্ধতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই পদ্ধতিটি শুরু করার আগে অনেক অভিভাবক সৃজনশীল শঙ্কায় ভুগেছিলেন। কিন্তু তারা এখন বুঝতে পেরেছে, শিক্ষার্থীরা এ পদ্ধতিতে অনেক ভালো ফল করছে। দেশে দিন দিন শিক্ষার মান বাড়ছে, পাশাপাশি বাড়ছে পাশের হারও।
উল্লেখ্য, অনুষ্ঠানে তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৪৪৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ৮৩ জনকে ট্যালেন্টপুলে এবং ৩৬১ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সংগঠনের সভাপতি এ এস মাহমুদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য সিরাজ উদ্দীন আহমেদ, সংগঠনের সাধারণ-সম্পাদক এস.এম. আমান-উর-রশিদ, আহ্বায়ক সৈয়দ হাফিজুল ইসলাম প্রমুখ।
জেইউ/এ এস