

অন্যদলের নেতা-কর্মীদের সাথে খারাপ আচরণ করবেন না। সবার সাথে ভালো আচরণ করুন। শামীম একজন ভালো মানুষ ছিলেন। মানুষের সাথে ভালো আচরণ করতেন। তাই আজ তার এই স্মরণসভায় এতো মানুষের উপস্থিতি।
সিটেল জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ-সম্পাদক ইফতেখার হোসেন শামীমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, অন্যের সাথে খারাপ ব্যবহারের সংস্কৃতি আওয়ামী লীগ নেতা-কর্মীদের ত্যাগ করতে হবে।
তিনি আরও বলেন, কোম্পানিগঞ্জের পাথর দিয়ে সারা বাংলাদেশের সড়ক মেরামত করা হয়। তাই এর সাথে সিলেটের সড়ক যোগাযোগ উন্নয়ন কাজ খুব তাড়াতাড়ি শেষ করা হবে। এ দেশে নির্দেশ দিয়ে কাজ হয় না। তাই আমি আগামি মাসে আবারও সিলেট-কোম্পানিগঞ্জ সড়ক পরিদর্শন করতে আসবো।
ইফতেখার হোসেন শামীম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রয়াত ইফতেখার হোসেন শামীমের স্ত্রী নাজনীন শামীমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ-সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।