শাইনপুকুর সিরামিকের আয় বেড়েছে সামান্য

  • mukto rani
  • May 15, 2014
  • Comments Off on শাইনপুকুর সিরামিকের আয় বেড়েছে সামান্য
Shine pukur
Shine pukur
শাইনপুকুর সিরামিকস লোগো

সিরামিক খাতের   শাইনপুকুর সিরামিকের সামান্য আয় বেড়েছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানির আয় বেড়েছে মাত্র ৬ শতাংশ। ৩১শে মার্চ পর্যন্ত তিন মাসেরঅনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য জানা যায়।

আলোচিত প্রান্তিকে কোম্পানির মুনাফা হয়েছে দুই কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২ কোটি ১৪ লাখ২০ হাজার টাকা এবং ইপিএস ১৫ পয়সা।

এসএ/