রোনালদোর প্রশংসা করলেও জার্মানকে এগিয়ে রাখলেন কোচ লো

  • Emad Buppy
  • May 15, 2014
  • Comments Off on রোনালদোর প্রশংসা করলেও জার্মানকে এগিয়ে রাখলেন কোচ লো
জার্মান কোচ জোয়াকিম লো
জার্মান কোচ জোয়াকিম লো
জার্মান কোচ জোয়াকিম লো

পর্তুগাল ফুটবল দলে অনেক ভালো খেলোয়াড় আছে। তবু পর্তুগিজদের ভরসার স্থল মূলত রোনালদো। মাঠে দুর্দান্ত এবং যথেষ্ট ভালো খেলেই গত বছর ফিফা ব্যালন ডি অর জয় করেছে ক্লাব রিয়াল মার্দিদের আক্রমণভাগের এই খেলোয়াড়। এভাবেই কথাগুলো বলছিলেন বিশ্বকাপের গ্রুপ পর্বে রোনালদোর মূল প্রতিপক্ষ জার্মানির কোচ জোয়াকিম লো।

জার্মান ফুটবল দলের সাবেক এই মিডফিল্ডার বলেন, ‘ইব্রাহিমোভিচের বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ হয়েছিল রোনালদোর কারণেই। বাছাইপর্বে টিকে থাকার ওই খেলায় সুইডেনকে ৪-২ গোলে হারিয়েছিল রোনালদো একাই।’

জোয়াকিম লো রোনালদোর প্রশংসা করে বলেছেন, ‘গত বছর ফিফা ব্যালন ডি অর জেতার মতো যথেষ্ট ও দুর্দান্ত খেলেছে ক্রিস্টিয়ানো রোনালদো। প্রায় প্রতি ম্যাচেই তার ২-৩টা গোল রয়েছে। শুধু রিয়াল মাদ্রিদের হয়েই নয় পর্তুগালের জার্সি গায়ে জড়িয়েও দুর্দান্ত খেলেছে সে।’

তিনি বলেন, ‘পর্তুগালে আরও কিছু ভালো খেলোয়ার থাকলেও তারা মূলত রোনালদোর ওপরই নির্ভরশীল। সুইডেনের সাথে ওই ম্যাচে সেটা স্পষ্টভাবেই এটা টের পাওয়া গেছে।’

রোনালদোর প্রশংসা করলেও নিজ দলের রক্ষণভাগ সম্পর্কে অনেক বেশি আত্মবিশ্বাসী লো বলেন, ‘তবে জার্মান রক্ষণভাগ অনেক বেশি শক্তিশালী। এখানে একা কিছুই করতে পারবে না রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের সেরা আইকন ক্রিস্টিয়ানো রোনালদো।’

এবারের বিশ্বকাপের জি গ্রুপ জার্মানি ও পর্তুগাল লড়বে উভয়ের প্রতিপক্ষ হয়ে। এই গ্রুপে আরও রয়েছে যুক্তরাষ্ট্র ও ঘানা।

তবে জার্মান ভক্তদের মতে, জি ফর জার্মানি। তারই আভাস দিয়ে রোনালদোকে মূলত সাবধান করে দিলেন জার্মান কোচ জোয়াকিম লো।

এসএসআর/এএস