মুরাদপুর ফ্লাইওভারে ব্যয় হতে পারে ৪৫৩ কোটি টাকা

  • Emad Buppy
  • May 15, 2014
  • Comments Off on মুরাদপুর ফ্লাইওভারে ব্যয় হতে পারে ৪৫৩ কোটি টাকা
muradpur-lalkhan
muradpur-lalkhan
ফাইল ছবি

মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভার নির্মাণে ব্যয় হতে পারে ৪৫৩ কোটি টাকা। দরপত্রে সর্বনিম্ন ৪৫৩ কোটি ১৫ লাখ টাকা দর দিয়েছে চীনা প্রতিষ্ঠান ম্যাক্স-র‌্যাঙ্কিন জেভি।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সম্মেলন কক্ষে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে এ দরপত্র উন্মুক্ত করা হয়।

ম্যাক্স-র‌্যাঙ্কিন জেভিসহ আরও তিনটি প্রতিষ্ঠানকে প্রাক-যোগ্য নির্ধারণ করা হয়েছে। এ চারটি প্রতিষ্ঠান থেকে দরপত্র মূল্যায়ন কমিটি বিচার বিশ্লেষণ করে একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিবে কর্তৃপক্ষ।

গত ডিসেম্বরে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে দেশিয় ও আন্তর্জাতিক ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর আগে গত বছরের ১ অক্টোবর মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

সিডিএ সূত্রে জানা যায়, চার লেনবিশিষ্ট এই ফ্লাইওভারের মোট দৈর্ঘ্য ৫ দশমিক ২ কিলোমিটার। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি ২১ লাখ ৫৯ হাজার টাকা। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৬ এর জুন পর্যন্ত। চারটি প্রতিষ্ঠান থেকে পাওয়া দরপত্র মূল্যায়ন কমিটি বিচার বিশ্লেষণ করে একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিবে কর্তৃপক্ষ।

অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠান তিনটির মধ্যে মীর আকতার হোসেন লিমিটেড দর দিয়েছে ৪৬২ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৮৩৯ টাকা। ৬১২ কোটি ২২ লাখ ৩২ হাজার ৪৫ টাকা দর দিয়েছে সিমপ্যাক্স-নাভানা জেভি এবং আবদুল মোনেম লিমিটেড দর দিয়েছে ৫৯৭ কোটি ৩৪ লাখ ৬৮ ১হাজার ১ টাকা।

ফ্লাইওভারটি নির্মাণ হলে দুই নম্বর গেইট এলাকায় যানজটের চাপ কমবে বলে জানান সিডিএ’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান।

দরপত্র উন্মুক্ত করার সময় উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, বোর্ড সদস্য মাহবুবুল আলম, ইউনুস গণি চৌধুরী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।