প্যারামাউন্ট টেক্সটাইলের মুনাফা বেড়েছে

  • mukto rani
  • May 15, 2014
  • Comments Off on প্যারামাউন্ট টেক্সটাইলের মুনাফা বেড়েছে
paramount_textile
paramount_textile
প্যারামাউন্ট টেক্সটাইল লোগো

বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইলের মুনাফা বেড়েছে ১২ শতাংশ। কোম্পানিটি প্রথম প্রান্তিকে মুনাফা করেছে ৯ লাখ ৪০ হাজার টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৮ লাখ ৬০ হাজার টাকা। প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য জানা যায়।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৪৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪০ পয়সা।

কোম্পানির ইপিএসের হিসাবে ২০১৩ সালের ১০ শতাংশ বোনাস শেয়ার আনা হলে চলতি বছরের এই প্রান্তিকে ইপিএস হতো ৪১পয়সা। আর ২০১৩ সালে হতো ৩৭ পয়সা।

এসএ/