
নরসিংদীর বেলাবতে মাস্টার বলক ব্রিকস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজে গত ৭ মে সংঘটিত ডাকাতির ঘটনায় পাঁচ আন্ত:জেলা ডাকাত গ্রপ্তারসহ লুট হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিনে ও রাতে ঢাকা, রূপগঞ্জ, ভৈরব, রায়পুরায় অভিযান চালিয়ে ডাকাতদের ও তাদের দেওয়া তথ্যমতে গাজীপুর জেলার টঙ্গী বাজারের হালিম মিয়ার ভাঙ্গারীর দোকান থেকে একটি পিকআপ ভ্যানসহ প্রায় সাড়ে ১৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও এলাকার মোখলেছুর রহমান ওরফে মুকুল (৪৮), রায়পুরা উপজেলার আগানগর এলাকার মানিক মিয়া (৩০), পলাশ উপজেলার জয়নগর এলাকার শহিদুল ইসলাম (২০), বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার কচুয়া এলাকার মো. স্বপন মিয়া (২২) ও ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামনগর এলাকার সুমন মিয়া(২৫)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৭ মে আনুমানিক রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে নারায়নপুর এলাকা নির্মাণাধীন মাস্টার বলক ব্রিকস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজের সীমানা প্রাচীর টপকিয়ে ১৫/২০ জনের একদল ডাকাত কারখানার ভেতরে ঢোকে। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশপ্রহরী আওলাদ হোসেন, রফিকুল ইসলাম ও মো. হেসেন মিয়ার রশি দিয়ে হাত-পা বেঁধে ও মুখে কসটেপ লাগিয়ে কারখানার ট্রান্সফর্মার, তার, মোবাইলসহ আনুষাঙ্গিক ইলেকট্রনিক্সের প্রায় সাড়ে ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানার মালিক মোশারফ হোসেন বাদি হয়ে একটি ডাকাতির মামলা দায়ের করেন।
পরে ঢাকা, রূপগঞ্জ, ভৈরব, রায়পুরা ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন ডাকাত, একটি পিকআপ ভ্যানসহ লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মোখলেসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) একেএম জহিরুল ইসলাম ও বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম প্রমুখ।
সাকি/