কে কোন পদ পাচ্ছেন বিজেপির সম্ভাব্য ক্ষমতায়?

  • sahin rahman
  • May 15, 2014
  • Comments Off on কে কোন পদ পাচ্ছেন বিজেপির সম্ভাব্য ক্ষমতায়?
bjp
bjp
বিজেপির বৈঠক

রাত পোহালেই জানা যাবে কোন দল হচ্ছে ভারতের কিংমেকার- কংগ্রেস, বিজেপি নাকি আপ পার্টি। তবে এরই মধ্যে নিজেদেরকে সম্ভাব্য বিজয়ী মনে করে মন্ত্রিসভা গঠনের দিন ঠিক করে ফেলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুধু দিন নয়, মন্ত্রিপরিষদে কে কোন পদ পাচ্ছেন তারও সম্ভাব্য নাম ঠিক করে ফেলেছে দলটি। খবর জিনিউজের।

বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী নরেন্দ্র মোদির ক্ষমতায় আসা এখন শুধু সময়ের অপেক্ষা। কৌশল ঠিক করতে তাই গতকালই দলের তিন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। গান্ধীনগরে পাঁচ ঘণ্টার সেই ম্যারাথন বৈঠকে হাজির ছিলেন রাজনাথ সিং, অরুণ জেটলি, নিতিন গাড়কোওয়ারি।

সূত্র অনুযায়ী, বিজেপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি, এনডি চেয়ারম্যান/জাতীয় উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান-লালকৃষ্ণ আদভানি, বিদেশমন্ত্রী-সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী-অরুন জেটলি, লোকসভার অধ্যক্ষ-মুরলী মনোহর জোশী, স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী- রাজনাথ সিং।

এদিকে, সংখ্যালঘুমন্ত্রী হচ্ছেন- মুক্তার আব্বাস নকভি, পরিবহণ মন্ত্রী-নীতিন গডকড়ি, আইনমন্ত্রী- রবিশঙ্কর প্রসাদ, কৃষিমন্ত্রী- গোপীনাথ মুন্ডে, নাগরিক উন্নয়ন বা সংখ্যালঘু মন্ত্রী- শাহনওয়াজ হুসেন ও নগরোন্নয়নমন্ত্রী হচ্ছেন রাজীবপ্রতাপ রুডি৷

এছাড়া স্মৃতি ইরানি হচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী- হর্ষবর্ধন, টেলিকম মন্ত্রী-পীযূষ গোয়েল, পরিবেশমন্ত্রী – মানেকা গান্ধী, নারী ও শিশু কল্যাণমন্ত্রী – উমা ভারতী