লোকসানের বৃত্ত থেকে বের হতে পারছে না সনি

  • sahin rahman
  • May 14, 2014
  • Comments Off on লোকসানের বৃত্ত থেকে বের হতে পারছে না সনি
sony
sony
সনি কোম্পানির লোগোর সামনে প্রধান নির্বাহী- ফাইল ছবি

কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারছে না জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি সনি করপোরেশন। আগামি দুই বছরও কোম্পানিটি লোকসানের মুখে থাকবে বলে পুর্বাভাস দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

গত বছরের শেষের দিকে ও চলতি বছরের প্রথম দিকে কোম্পানিটি প্রযুক্তি বাজারে তাদের পিসি ও কম্পিউটার ব্যবসা গুটিয়ে নেওয়ায় বিশেষজ্ঞরা এমন পুর্বাভাস দিয়েছেন। খবর বিবিসির।

কোম্পানিটি বলছে, চলতি বছরের শেষঅবধি ৪৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার লোকসানের মুখে পড়তে পারে বলে আশংকা করছে তারা। মার্চ নাগাদ গত ১২ মাসে তাদের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১২৩ কোটি মার্কিন ডলারের মতো। ফলে পুরোপুরিভাবে চাপের মুখে পড়েছে কোম্পানিটি।

প্রতিষ্ঠানিটির প্রধান নির্বাহী কাজু হিরারি জানান, দুই বছর আগেই তাদের মুনাফা বেড়ে যাবে বলে প্রত্যাশা করেছিলেন তিনি। কিন্ত পরিস্থিতির শিকারে এখন মুনাফার উত্তরণ তো দুরের কথা লোকসান কিভাবে কাটিয়ে ওঠা যায় সেটাই এখন ভাবার বিষয়।

তিনি আরও বলেন, কোম্পানিটি প্রযুক্তি বাজারে তাদের টেলিভিশন বিক্রিতে প্রতিযোগী কোম্পানি স্যামসাংয়ের সাথে টেক্কা দিতে নতুন নতুন প্রযুক্তি তৈরি করছে। কিন্তু সেই তুলনায় বিক্রি কম হওয়ায় উৎপাদন খরচ ওঠানো তো দুরের কথা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা।

গত বছরের তিন প্রান্তিকে তাদের মুনাফা হ্রাস সনিকে সতর্ক বার্তা দিয়ে চলেছে। এর ফলে কর্মীদের বোনাসও কমিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে পিসি ও টিভি বিক্রিতে  প্রত্যাশার তুলনায় মুনাফা কম হওয়ায় এবং  উৎপাদন খাতে ব্যয় কমাতে পাঁচ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রযুক্তি কোম্পানিটি। এছাড়া জুলাইয়ের মধ্যে পিসি ও টিভি খাতকে আলাদা কোম্পানিতে পরিণত করার কথাও জানায় সনি।

এস রহমান/