
ভৈরবে অপহৃত ৪ বছরের শিশু কন্যা স্নেহাকে ৮ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এই সময় অপহরণকারী অমৃত মিয়াকে গ্রেপ্তার করা হয়।
সে চণ্ডিবের এলাকার বরকত উল্লাহর ছেলে।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ভৈরবের চণ্ডিবের এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশুটি ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের সবুর মিয়ার কন্যা।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে সবুর মিয়ার পূর্ব পরিচিত অমৃত মিয়া তাদের বাড়ি যায় এবং শিশুটিকে নিয়ে খেলার ছলে বাইরে বের হয়ে আসে। পরে সন্ধ্যার দিকে মোবাইলে শিশুটিকে ফেরত পেতে সবুর মিয়ার কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অমৃত। বিষয়টি তাৎক্ষণিকভাবে আশুগঞ্জ থানা পুলিশকে জানালে, তারা ভৈরব থানা পুলিশের সহায়তায় রাত ১১টার দিকে ভৈরবের চণ্ডিবের এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারীকে গ্রেপ্তার করে।
কেএফ