আর্জেন্টিনার প্রাথমিক দলে নেই তেভেজ

অনুশীলনে আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা
অনুশীলনে আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা

ফিফা বিশ্বকাপ-২০১৪ এর আর মাত্র ২৮ দিন বাকি। এরই মধ্যে দল গোছানো শুরু করেছে বিশ্বকাপ মূল পর্বের দলগুলো। বিশ্বকাপ উপলক্ষে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

এবার আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় চমক হলো চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে থাকা কার্লোস তেভেজকে দলে রাখা হয়নি। এতে অনেকটাই হতাশ দলের সমর্থকরা।

তবে ৩ বছর পর দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস। আর দলের গোলপোস্ট রক্ষার মূল দায়িত্ব দেওয়া হয়েছে সার্জিও রোমেরোকে।

বিশ্বকাপে আর্জেন্টিনার মধ্যমাঠে খেলতে দেখা যাবে হাভিয়ের মাচেরানো, ফার্নান্দো গ্যাগো, অ্যাঙ্গেল ডি মারিয়া, ম্যাক্সি রদ্রিগেজের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের।

আর আর্জেন্টিনার শক্তি দেখানোর প্রধান জায়গা আক্রমণভাগের দায়িত্বে থাকবেন লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও অ্যাগুয়েরো, এজেকুয়েল লাভেজ্জি প্রমুখ। অধিনায়কের দায়িত্বও পালন করবেন মেসি।

কার্লোস তেভেজকে বিশ্বকাপ দলে নেওয়ার জন্য আর্জেন্টাইন সমর্থকেরা রাস্তায় নেমেছিলেন। ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুমে তেভেজের পারফরম্যান্সও দুর্দান্ত। জুভেন্টাসের ইতালিয়ান লিগ শিরোপা জয়ে তার ভূমিকায় মুখ্য। জুভেন্টাসের পক্ষে গোল করেছেন ১৯টি।

এত কিছুর পরও আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা তেভেজকে প্রাথমিক দলে রাখলেন না। ২০১১ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে তেভেজকে ব্রাত্য করছেন সাবেলা। তেভেজের সাম্প্রতিক পারফরম্যান্স, সমর্থকদের দাবি, কোনো কিছুকেই পাত্তা দেননি তিনি। বিশ্বকাপ দল ঘোষণার পর হতাশ আর্জেন্টাইন সমর্থকেরা।

আর্জেন্টিনার ৩০ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দল:

ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও অ্যাগুয়েরো, রদ্রিগের প্যালাসিও, এজেকুয়েল লাভেজ্জি, ফ্রাঙ্কো ডি সানতো।
মিডফিল্ডার: হাভিয়ের মাচেরানো, ফার্নান্দো গ্যাগো, লুকাস বিগলিয়া, এভার বানেগা, রিকার্ডো আলভারেজ, আগুস্তো ফার্নান্দেজ, হোসে সোসা, অ্যাঙ্গেল ডি মারিয়া, ম্যাক্সি রদ্রিগেজ, ফ্যাবিয়ান রিনাউদো, এনজো পেরেজ।

ডিফেন্ডার: পাবলো জাবালেতা, ফ্রেডরিকো ফার্নান্দেজ, এজেকুয়েল গ্যারে, মার্কোস রোজো, হুগো ক্যাম্পানারো, মার্টিন ডেমিচেলিস, হোসে বাসান্তা. নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো লোপেজ, গাব্রিয়েল মার্সেডো।

গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, অগাস্টিন অরিয়ন।