

পরিবেশবান্ধব ও আধুনিক ইটভাটা নির্মাণে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে গ্রাহকদের সাড়া পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক গত বছরের জুলাই মাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৪০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল চালু করে। গত ১০ মাসে এ তহবিলের সুবিধা নিয়েছে মাত্র ৫ জন গ্রাহক। প্রচারণা না থাকায় এ তহবিলে সাড়া পাওয়া যাচ্ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।
কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক। তাই এবার আঁটঘাট বেঁধেই নেমেছে তারা। সম্প্রতি এ তহবিলের জনপ্রিয়তা বাড়াতে একটি সেমিনারেরও আয়োজন করে তারা। তহবিলের সাথে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উদ্যোক্তাদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা অর্থসূচককে বলেন, আধুনিক ও পরিবেশবন্ধব ইটভাটা তৈরির জন্য এডিবি’র অর্থায়নে ৪০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ও পুরাতন উদ্যোক্তারা এ তহবিল থেকে ঋণ নিতে পারবেন। মাত্র ১০ শতাংশ (ব্যাংক রেটের সাথে ৫ শতাংশ) সুদে উদ্যোক্তারা এ ঋণ পাবেন। আর একজন উদ্যোক্তা একটি প্রকল্পের জন্য সর্বোচ্চ ৪০ কোটি টাকা ঋণ নিতে পারবেন। ১৮ মাসের সুদমুক্ত এ ঋণের মেয়াদ ৭ বছর বলে জানান তিনি।
তিনি আরও বলেন, উদ্যোক্তাদের সবধরনের সুবিধা দিয়েই এ তহবিলের নীতিমালা তৈরি করা হয়েছে। কিন্তু সঠিক প্রচারণা না থাকায় এ তহবিলে গ্রাহকদের আগ্রহ কম। গত ১০ মাসে এ তহবিল থেকে মাত্র ৫ জন গ্রাহক ৭৫ কোটি টাকা ঋণ নিয়েছেন বলে জানান তিনি।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও এ বিষয়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান অর্থসূচককে বলেন, প্রচারণা না থাকায় আমরা এ তহবিলের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারিনি। এ বছর আমাদের এ তহবিল থেকে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬০ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণের জন্য আমরা ইতোমধ্যে কিছু পরিকল্পনা হাতে নিয়েছি।
প্রাথমিকভাবে এ তহবিলের সাথে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ইটভাটার মালিকদের সাথে বৈঠক করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব এলাকার ইটভাটার মালিকদের সাথে এ বৈঠক করা হবে বলে জানান তিনি। ব্যাংকগুলোকেও এ ঋণ দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, এডিবি’র ‘ফাইন্যান্সিং ব্রিক কিন ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট’ নামের এ পুনঃঅর্থায়ন তহবিলটি জ্বালানির সঠিক ব্যবহার ও পরিবেশবান্ধব ইটভাটা নির্মাণের জন্য চালু করা হয়েছে। ইটভাটার ক্ষতিকারক গ্যাস প্রতিরোধক জিগজাগ কিন, ভার্টিকেল শেফট ব্রিক কিন, হাইব্রিড হোফম্যান কিন এবং টানেল কিন তৈরি করার জন্য এ তহবিল থেকে ঋণ নেওয়া যাবে। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের এ তহবিলের সাথে ৩২টি ব্যাংক ও ১৫টি আর্থিক প্রতিষ্ঠান যুক্ত আছে।
এসএই/