

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাকটিভ ফাইনের আয় কমেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে এই কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে ১৫ শতাংশ। কোম্পানির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য জানা যায়।
আলোচিত প্রান্তিকে কোম্পানির মুনাফা হয়েছে ৭ কোটি ৬৯ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৯ কোটি ৫ লাখ টাকা এবং ইপিএস ১ টাকা ৩১ পয়সা।
উল্লেখ্য, কোম্পানি ২০১৩ সালে যে ২০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিল তা বিবেচনায় আনলে চলতি বছরে ইপিএস হত ৯৩ পয়সা। আর আগের বছর ইপিএস হত ১ টাকা ৯ পয়সা।
অর্থসূচক/এমআরবি/