সাংবাদিক শিশির মোড়লকে মারধর

  • Emad Buppy
  • May 13, 2014
  • Comments Off on সাংবাদিক শিশির মোড়লকে মারধর
Shishir Morol
ছবি: শিশির মোড়ল

শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিত্সক সফিউল আজম ও তার সহযোগীরা প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে মারধর করেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার শিশির মোড়লকে প্রায় আড়াই ঘন্টা আটকে রেখে একটি কাগজে সই করিয়ে বেলা সাড়ে ১২টার দিকে সফিউল আজম তাকে ছেড়ে দেয়।

শিশির মোড়ল জানান, সফিউল আজম সরকারি চাকরি না ছেড়ে শিকদার মেডিকেল কলেজে চাকরি করছেন এবং একই সঙ্গে একাধিক ডিগ্রি ব্যবহার করছেন। এ অভিযোগের সত্যতা যাচাই করতে তিনি শিকদার মেডিকেলে গেলে সফিউল আজম ও তার সহযোগীরা মারধর করে। এর আগে তিনি ফোনে সফিউলের মন্তব্য জানতে চাইলে সফিউলই তাকে সশরীরে শিকদার মেডিকেলে যেতে বলেন।