
ফরিদপুরের বোয়ালমারীতে এক কলেজ ছাত্রীকে অপহরণের দুই দিন পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। তার নাম সাবিহা রহমান মিষ্টি।
বোয়ালমারী সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সময় রোববার সকালে তাকে অপহরণ করা হয়। তাকে এর আগেও একবার অপহরণের চেষ্টা করা হয়েছিল।
জানা গেছে, গত ৬ মে পরীক্ষা কেন্দ্র থেকে বাসায় ফেরার সময় মাইক্রোবাসে জোর করে উঠিয়ে সাবিহা রহমান বৃষ্টিকে অপহরণের চেষ্টা করে বখাটে আশরাফুর রহমান লিখন ও তার সাঙ্গপাঙ্গরা। কিন্তু মাইক্রোবাসটি স্টার্ট না হওয়ায় সৌভাগ্যক্রমে সে যাত্রায় চিৎকার চেঁচামেচি করে রক্ষা পায় বিএডিসির প্রকৌশলী মো. হাবিবুর রহমানের এই কন্যা। এরপর থেকেই কলেজ কেন্দ্রটিতে যাওয়ার সময় তার সাথে থাকেন তার মা। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ১১ মে কেন্দ্রে যাওয়ার পথে দুর্বৃত্তরা মায়ের ওপর হামলা করে মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায় মিষ্টিকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয় মেয়েটিকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ফিল্মি স্টাইলে ঘটে যায় ঘটনাটি।
অপহৃতের মা জানায়, সতর্ক থেকেও নিজের সন্তানের নিরাপত্তা দিতে পারেনি তিনি।
অপহৃতের বাবা হাবিবুর রহমান জানান, কলেজে আসা যাওয়ার সময় উত্তাক্ত করতো লিখন ও তার সাঙ্গপাঙ্গরা।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমীন জানায়, অপহৃতকে উদ্ধারে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।
এদিকে, মানবাধিকার কর্মী ও সম্পাদক বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাড. কোরবার আলী বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তার ও অপহৃতকে দ্রুত উদ্ধার না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
কেএফ