

বিসিবি নর্থ জোনকে ২১৩ রানে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জিতলো প্রাইম ব্যাংক সাউথ জোন। ৫৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৫৯ রানেই অলআউট হয় নর্থ জোন। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২৩৫ রান।
আগের দিনের ৩ উইকেটে ২৫৪ রান নিয়ে খেলতে নেমে শেষ দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফিরেন নর্থ জোনের অধিনায়ক নাসির হোসেন। এরপর ফরহাদ হোসেন ছাড়া অন্য কেউ তেমন বড় স্কোর গড়তে পারেননি। আউট হওয়ার আগে ফরহাদ হোসেনের ব্যক্তিগত সংগ্রহ ১২৯ রান। এটাই দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান।
সাউথ জোন তাদের দুই ইনিংসে সংগ্রহ করেছিল যথাক্রমে ২৭১ রান এবং ৫৩৬ রান। খেলার তৃতীয় দিনে ৪৪৬ রানের লিড নিয়েছিল প্রাইম ব্যাংক সাউথ জোন। চার নম্বর দিনে অলআউট হওয়ার আগে তারা বিসিবি নর্থ জোনের বিপক্ষে ৫৭২ রানের লিড নিয়েছিল।
জয়ের জন্য বিসিবি নর্থ জোন দেড় দিন ব্যাট করার সুযোগ পেলেও ফরহাদ ছাড়া অন্য কেউ বেশিক্ষণ ব্যাটিংয়ে স্থায়ী হতে পারেনি। তেমন বড় কোনো স্কোরও আসেনি দলের অন্যদের ব্যাট থেকে।
শেষ ইনিংসের ওপেনিং জুটিতে নর্থ জোনের স্কোরে যোগ হয় ৫৭ রান। মাইশুকুর ৩২ রানে ফিরলেও অর্ধশতক করে প্যাভিলিয়নে ফিরেন অপর ওপেনার জুনাঈদ। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে তেমন কিছুই করতে পারেননি নাঈম। তবে চতুর্থ জুটিতে নাসির ও ফরহাদ তুলে নেয় ১২৮ রান। প্রায় ৩৩ ওভার উইকেটে থেকে এই জুটি গড়েন তারা।
শেষ ইনিংসে সাউথ জোনের পক্ষে ১০২ রানের বিনিময়ে ছয় উইকেট তুলে নেন আব্দুর রাজ্জাক।
এসএসআর/ এমই