

প্রবীণ, শারীরিকভাবে অক্ষম বা পঙ্গুদের জন্য এবার রোবটিক হাত ব্যবহার করার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। কর্তৃপক্ষ বলছে, এই যন্ত্র রোগিকে খাওয়ানো থেকে শুরু করে পোশাক পরানো, দরজা খোলা, নিত্য প্রয়োজনীয় জিনিস এগিয়ে দেওয়া ইত্যাদি কাজে সারাক্ষণ সহায়তা দিবে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত যন্ত্রটির নির্মাতা প্রতিষ্ঠান দর্প জানিয়েছে, সাধারণ হাতের মতোই এই রোবটিক হাতে রয়েছে পাঁচ আঙ্গুল যেগুলো রোগির নির্দেশনা অনুযায়ী কাজ করবে। গত একশ বছর আগে থেকে এই যন্ত্র নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে তারা।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডেকা নামের ওই যন্ত্রটির গবেষণা প্রকল্পে প্রথমে ৪ কোটি ডলার বরাদ্দ করেছিল তারা। কিন্তু পরে এই কাজ আরও সম্প্রসারিত করার লক্ষ্যে তা ১০ কোটি ডলারে উন্নীত করা হয়। হাত ছাড়া অসহায় মানুষের কথা, প্রবীণদের কথা মাথাই রেখে এ প্রকল্পের কাজ করেছে বলে জানায় তারা।
দর্পর একজন মুখপাত্র জাস্টিন স্যানসেজ জানান, ১৯১২ সাল থেকে এই যন্ত্র নিয়ে গবেষণা করছে তাদের প্রতিষ্ঠান। যাদের হাত নেই তাদের জন্য এই কৃত্রিম অঙ্গ কতটা সহায়ক তা পরীক্ষা করে দেখেছে তারা। তিনি বলেন, যন্ত্রটিতে কিছু ইলেক্ট্রকোড রয়েছে যেগুলো শরীরের অনুভূতিকে নাড়া দিবে এবং তার নির্দেশনা অনুযায়ী কাজ করবে হাতটি।
স্যানজেন আরও জানান, ভবিষ্যতে এই ধরনের যন্ত্রের উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা করছে তারা। সূত্র বিবিসি।
এস রহমান/