

দিনাজপুরে বিদ্যুৎ চুরির হিড়িক পড়েছে। শহরের বিভিন্ন বেসরকারি শিল্প কারখানার বৈদ্যুতিক মিটারগুলোতে হস্তক্ষেপ করে ডাটা ডাউন করে রাখা হচ্ছে।
সম্প্রতি বিদ্যুৎ বিভাগ এ সকল প্রতিষ্ঠানগুলোর একাংশে লোক দেখানো অভিযান করলেও নেই কার্যকরী কোনো পদক্ষেপ।
দিনাজপুর বিদ্যুৎ বিতরণ-বিক্রয় বিভাগ- ২ এর আওতাধীন পুলহাট শিল্প নগরী এলাকা। যেখানে রয়েছে বেসরকারি অটোরাইস মিল, হাসকিংমিলসহ অর্ধশতাধিক শিল্প প্রতিষ্ঠান। এসব বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ চুরির হিড়িক পড়েছে।
এসব প্রতিষ্ঠানগুলোতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হলেও বিল আসে খুবই কম। স্থানীয় বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় অধিকাংশ শিল্প কারখানাগুলো মিটার হস্তক্ষেপ করে ডাটা ডাউন করে রাখা হয়। যার কারণে বিদ্যুৎ খরচ হলেও মিটারের চাকা ঘুড়ে না বা মিটারে ইউনিট উঠে না।
আর এসব কাজে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাই জড়িত রয়েছে বলে পুলহাট শিল্প নগরী এলাকা থেকে জানা যায়। শিল্প কারখানাগুলোর সাথে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের চুক্তি রয়েছে। প্রতি মাসে সরকারকে টাকা না দিয়ে বিদ্যুৎ বিভাগের এসব অসাধু লোকজনদের দিতে হয় শিল্প কারখানার মালিকদের।
বিষয়টি স্বীকার করে দিনাজপুর বিদ্যুৎ বিরতণ-বিক্রয় বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, মিটার হস্তক্ষেপ করে ডাটা ডাউন করার কার্যক্রম দিনাজপুরে দীর্ঘদিন থেকে হয়ে আসছে। ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ গত ৭ মার্চ কসবাস্থ একটি অটো রাইচ মিলে অভিযান চালিয়ে মিটার কেটে লাইন বিছিন্ন করে দেয়। পরে তাকে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হলে পুনরায় তার সংযোগ দেওয়া হয়। তারপর গত ১লা মে পুলহাট শিল্প নগরী এলাকায় ১০৬৩ নাম্বার মিটারে দিনাজপুর অটো রাইস মিল ও ৮১৫ নং মিটারে ফাতেমা রাইচ মিলে মিটার হস্তক্ষেপ করে ডাটা ডাউন করার অভিযোগে তাদের মিটার নিয়ে আসা হয় ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়।
তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত চলছে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণকরা হবে।
বৈদ্যুতিক মিটারগুলোতে হস্তক্ষেপ করে ডাটা ডাউন করে রাখার ঘটনায় বিদ্যুৎ বিভাগের লোকজন জড়িত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানিনা।
এদিকে, বিদ্যুৎ বিশেষজ্ঞরা বলছেন, যে পরিমাণে বিদ্যুৎ চুরি হচ্ছে এই বিদ্যুতের বিলগুলো সাধারণ মানুষের ঘাড়ে এসে পড়ছে। আর বিদ্যুৎ বিভাগের লোকজন ছাড়া বৈদ্যুতিক মিটারে হস্তক্ষেপ করে ডাটা ডাউন করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়।
এ সকল দুর্নীতিবাজ লোকজনদের চিহিৃত করে বিদ্যুৎ চুরি রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে দিনাজপুরের সাধারণ মানুষ।
কেএফ