

ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আন্তঃনগর কালনী এক্সপ্রেসের খাবারের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত ডিউটি অফিসার শাহজাদী সুলতানা জানান, আজ আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সেখানে ছুটে যায়। একঘণ্টার চেষ্টায় বেলা সোয়া ২টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুর রহমান জানান, সিলেটে থেকে ঢাকাগামী আন্তঃনগর এই ট্রেনের খাবারের বগিতে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।