

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর। বিগত বিএনপি-জামায়াত জোট আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। শেখ হাসিনার কৌশলী সরকারের কারণেই পেছনের সব জঞ্জাল ফেলে দেশ এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে। আগামিতে আড়াই লক্ষ কোটি টাকার বাজাট আসছে। আর এই বাজেটে মানবসম্পদ ও বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে নগরীর মেন্দীবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ‘জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন’ (সিবিএ) এর কার্য নির্বাহী পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যারা দেশের ভালো চায় না তারাই দেশে এখন জ্বালাও-পোড়াও আর হত্যাকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। জনগণ তাদের ক্ষমা করবে না। যুদ্ধাপরাধীদের বিচার এদেশে হচ্ছে এবং হবে। কেউ এই বিচার কার্যক্রম ঠেকাতে পারবে না। দেশে বর্তমানে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। উন্নয়নের অন্যতম একটি উদাহরণ এটি।
জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ও নগর শ্রমিক লীগের সাধারণ-সম্পাদক আব্দুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক-সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুর, জালালাবাদ গ্যাস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও জ্বালানি, খনিজ বিভাগের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।