

প্যানেল মেয়র নজরুল ইসলামসহ নিহত সাতজনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে নারায়ণগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
মঙ্গলবার সকাল ১১টায় গুলশানের নিজ বাসভবন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে বেগম জিয়ার গাড়িবহর রওনা করবে। চেয়ারপার্সনের এই গাড়িবহরে দলের একাধিক শীর্ষ নেতারাও থাকবেন।
বেগম জিয়ার গণসংযোগ কর্মকর্তা শায়রুল কবীর খান অর্থসূচককে বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ নিহত সাতজনের স্বজনদের সমবেদনা জানাতেই বেগম জিয়া নারায়ণগঞ্জ যাবেন। নারায়ণগঞ্জে তাকে স্বাগত জানাবেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তবে নারায়ণগঞ্জে কোনো ধরণের সমাবেশের অনুমতি পায়নি বিএনপি।
কেএফ