

আইনশৃংখলা রক্ষায় র্যাব বিভিন্ন সময়ে ভূমিকা রাখায় এখনই এই বাহিনীকে বিলুপ্ত করা যাবে না। তবে র্যাব বাহিনীকে সংস্কার করা জরুরি বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
সোমবার বেলা ১২টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
সভায় সুরঞ্জিত সেন গুপ্ত দেশের আইনশৃংখলা রক্ষায় র্যাব বাহিনীর বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন।
এ সময় বেগম জিয়ার র্যাব বিলুপ্তির দাবিকে নাকচ করে দিয়ে সুরঞ্জিত বলেন, এখনই র্যাবকে বিলুপ্তি করে দেওয়া কোনো সমাধানের পথ নয়। আমাদেরকে বিকল্প পথ ভাবতে হবে। র্যাব বিলুপ্ত করলেই গুম, খুন, হত্যা বন্ধ হয়ে যাবে না।
তবে গুম, খুন, হত্যায় এদের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন নয়। তাই এ বাহিনীর আমূল সংস্কার প্রয়োজন বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, জবাবদিহিতার বাইরে রাখলে যে কোনো প্রতিষ্ঠান প্রশ্নের সম্মুখীন হতে পারে।
এ সময় আলোচনা সভায় আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর/কেএফ