পাখি পরিবার

Tree Houseআধুনিক নগর জীবনেও মাঝেসাঝে গাছ-বাড়ির কথা শোনা যায়।তবে সে গাছ বাড়িতে সাধারণ সংসারবিরাগী ভবঘুরেই আশ্রয় নেয়। কিন্তু স্ত্রী-সন্তানসহ পুরো পরিবার নিয়ে গাছ-বাড়িতে বাস করার ঘটনা বেশ বিরল। তবে সে বিরল বিষয়ের সন্ধান মিলেছে যুক্তরাজ্যের দক্ষিণ হল্যান্ড অঞ্চলে। লিংকনশায়ারের ক্রাউল্যান্ডের অধিবাসী রেমকো বসমা তিন সন্তানের আব্দার মেটাতে গাছের মগডালে বাসা বেঁধেছেন।

পাখির মতো গাছে বাসা বাঁধা আর সেখান থেকে জোছনা দেখার বায়না ধরেছিল রেমকো’র তিন সন্তান।ব্যাস, তাদের মোনাবাসনা পূরণে তিনি মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে গাছের ডালে ঘর তৈরি করে ফেলেন। স্ত্রী সিলভিয়া ও তিন সন্তানকে নিয়ে উঠে আসেন সে ঘরে।কিন্তু পাঁচ দিন পেরোনোর আগে তাদের কাছে এসে হাজির হয় পৌর কর্তৃপক্ষের চিঠি। অনুমোদনহীন এ উঁচু ঘর থেকে নেমে আসার নির্দেশনা সে চিঠিতে। অগত্যা পৌর কর্তৃপক্ষকে অনুমোদনের জন্য চিঠি লেখেন রেমকো। পাখি পরিবারটি এখন কর্তৃপক্ষের উত্তরের অপেক্ষায়।