ড্রোন নিয়ন্ত্রণ করবে স্মার্টফোন!

  • syed baker
  • May 12, 2014
  • Comments Off on ড্রোন নিয়ন্ত্রণ করবে স্মার্টফোন!
drone
drone
প্যারোটের প্রস্তুতকৃত ড্রোন (ছবি : ইন্টারনেট)

নীরব ঘাতক হিসেবে ড্রোনের কুখ্যাতি থাকলেও এর বিকল্প ব্যবহার ইতোমধ্যেই আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে। সম্প্রতি এই ধারায় আরেকটি পালক যুক্ত করেছে বেতার-প্রযুক্তি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্যারোট। কোম্পানিটি জানিয়েছে, এবার স্মার্ট ফোনের সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে ড্রোনকে। খবর দ্য নিউজিল্যান্ড হেরাল্ডের।

প্যারোটের প্রতিষ্ঠাতা এবং প্রধান হেনরি সেডক্স বলেন, প্রস্তাবিত ড্রোনটি দেখতে ঠিক পাখির মতোই দেখাবে। কাজেই আপনি যখন নিজেই এটি নিয়ন্ত্রণ করবেন তখন আপনার কাছে মনে হবে আপনি নিজেই পাখির মতো উড়ছেন।

হেনরি আরও বলেন, তবে এ ড্রোনটি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হবে স্মার্টফোন। এমনকি আপনি ট্যাবলয়েড কম্পিউটার (অ্যাপল বা অ্যানড্রোয়েড সফটওয়্যারের) সাহায্যেও এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

প্যারোট জানিয়েছে, এই ধরনের ড্রোনে উচ্চ মানের ক্যামেরার থাকবে যেটি স্মার্টফোনের সাথে ড্রোনটির সংযোগ সাধন করবে। এর ফলে যার হাতে স্মার্টফোন থাকবে তিনি যখন চারপাশে মাথা ঘুরিয়ে তাকাবেন তখন তার মনে হবে তিনি যেন সত্যি সত্যিই উড়ছেন।

কোম্পানিটি আরও জানিয়েছে, শুধু উন্নত মানের ওয়াই-ফাই কানেকশন ব্যবহার করেই বেবোপ ড্রোনের সাথে মোবাইলটির সংযোগ সাধন করা যাবে। তবে এর দূরত্ব অবশ্যই ৩০০ মিটারের মধ্যে হতে হবে। এছাড়া  দুই কিলোমিটার দূরুত্বে উড়ার জন্য মোবাইল ডিভাইসটির জন্য তারা একটি স্কাইকন্ট্রোলার এক্সসেসোরি ডকও পৃথকভাবে বিক্রি করবে বলে জানিয়েছে প্যারোট।

তবে এ ধরনের ড্রোন তৈরি করতে কি পরিমাণ অর্থ ব্যয় হবে এ ধরনের কোনো তথ্যই জানায়নি প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্যারোট জানিয়েছে, চলতি বছরের শেষের তিন মাসে বিবোপ ড্রোনটি বাজারে ছাড়বে তারা। সেই পর্যন্ত না হয় অপেক্ষা করুন।