

১৭৯৯ সালে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে ডিউক অফ ওয়েলিংটনের হাতে নিহত হন টিপু সুলতান। মৃত্যুর দু’শ বছরেরও বেশি সময় পর নিলামে উঠছে তার ব্যবহারের একটি আংটি। টিপু সুলতানের ওই আংটিটি তার শেষ যুদ্ধে হারিয়ে গিয়েছিল।
শ্রীরঙ্গপত্তম যুদ্ধে টিপু সুলতানের মৃত্যুর পর তার ব্যবহারের সোনার একটি আংটি হাত থেকে খুলে নেন ওয়েলিংটন। ওই আংটির ওজন ৪১ গ্রাম। এতে খোদাই করে লেখা ছিল রামের নাম।
ওই হারিয়ে যাওয়া আংটির মূল্য ভারতীয় মুদ্রায় ১৫ লক্ষ রুপির বেশি হতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। আংটিটির বর্তমান মালিক হেনরি ভ্যান ময়ল্যান্ড এটি বিক্রি করার সিদ্ধান্ত নিলে ক্রিস্টিস নামের একটি সংগঠন এটি নিলামের ব্যবস্থা গ্রহণ করছে।
প্রাপ্ত তথ্য মতে, টিপু সুলতানের হাত থেকে খুলে নেওয়া ওই আংটিটি দীর্ঘ সময় নিজের কাছে রেখেছিলেন ওয়েলিংটন। শেষ বয়সে ওই আংটিটি তার ভাইঝি এমিলিকে উপহার দিয়েছিলেন তিনি। লর্ড র্যাগল্যানের সাথে বিয়ের পর এমিলি র্যাগল্যানের কাছে আংটিটি হস্তান্তর করে।
১৮১৫ সালের ওয়াটার লু যুদ্ধে র্যাগল্যানের বাম হাতের একটি আঙ্গুলেই ছিল টিপু সুলতানের এই চিহ্ন। ওই যুদ্ধে প্রতিপক্ষের কামানের গোলায় র্যাগল্যানের বাম হাট কাটা পড়ে। কথিত আছে, বাম হাত হারানোর পর র্যাগল্যান শুধুমাত্র ওই আংটির জন্য হাতটি খুঁজে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তখনই আংটিটি খুঁজে পেয়েছিলেন তিনি।
তিনি বলেছিলেন, আমার হাতটা এনে দাও। ওই হাতের আঙুলে আমার স্ত্রীর দেওয়া আংটি আছে।
র্যাগল্যানের মৃত্যুর পর বংশ পরম্পরায় আংটির মালিকানা পরিবর্তন হতে থাকে। ২০১০ সালের আগে পঞ্চম র্যাগল্যানের কাছে ছিল টিপু সুলতানের আংটি। ওই সময় মৃত্যুর আগে বোনপো হেনরি ভ্যান ময়ল্যান্ডকে ওই আংটির স্বত্ব উইল করে দিয়েছেন।
সম্প্রতি সেই ঐতিহাসিক আংটি বিক্রির সিদ্ধান্ত নেন হেনরি। তার এমন সিদ্ধান্তের পর ব্রিটেনের জাতীয় সেনা সংগ্রহশালা কর্তৃপক্ষ এতে আপত্তি জানিয়ে আংটিটি নিজেদের হেফাজতে নেওয়ার কথা জানান। কিন্তু হেনরি তার সিদ্ধান্ত পরিবর্তন করেননি।