

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে নগরীর দেওয়ানজী পুকুর লেইনের দলীয় কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালী থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম জানান।
সেলিম বলেন, জামায়াতের আমির শামসুল ইসলামসহ অন্য নেতা-কর্মীরা জামায়াতের কার্যালয়ে গোপন বৈঠক করছিলেন। সেখান তকেই তাদের আটক করে পুলিশ।
সেলিম আরও বলেন, জামায়াতের আমির শামসুল ইসলামের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন মামলা রয়েছে।