

বস্ত্র খাতে অভিষেক ঘটা হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেডের ছয় মাস বা অর্ধবার্ষিকীতে আয় বেড়েছে। এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ১৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানি সমাপ্ত অর্থবছর ৩১ শে ডিসেম্বরের ছয় মাসের (জুলাই,১৩-ডিসেম্বর,১৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আলোচিত বছরে কোম্পানিটি মুনাফা করেছে ৮ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা এবং ইপিএস করেছে ২ টাকা ৪৭ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৭ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকা এবং ২ টাকা ১৫ পয়সা।
উল্লেখ্য, এই ছয় মাসের ইপিএস হিসাব করা হয়েছে আইপিওর আগে শেয়ার সংখ্যা ৩ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ৩৩৩ টি এবং ২০১২ সালের ৩ কোটি ৫০ লাখ শেয়ারের ভিত্তিতে।
আর আইপিও পরবর্তী ৫ কোটি ৬০ লাখ শেয়ার বিবেচনায় আনলে ছয় মাসে ইপিএস দাঁড়াত ১ টাকা ৫৮ পয়সা। এবং এনএভি হত ২৩ টাকা ৩১ পয়সা।
এদিকে তিন মাসে (অক্টোবর,১৩-ডিসেম্বর,১৩) হা-ওয়েলে মুনাফা করেছে ৩ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা এবং ইপিএস করেছে ৯৮ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২ কোটি ৭৬ লাখ টাকা এবং ইপিএস ছিল ৭৯ পয়সা।
আইপিও পূর্ববর্তী শেয়ারের ভিত্তিতে এই মুনাফা এবং আয় দেখানো হয়েছে। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাব করলে ইপিএস দাঁড়ায় ৬৩ পয়সা।
এসএ/