হা-ওয়েলের শেয়ার ক্রেডিট হয়েছে

  • mukto rani
  • May 11, 2014
  • Comments Off on হা-ওয়েলের শেয়ার ক্রেডিট হয়েছে
hwa well textiles
hwa well textiles
হা-ওয়েলের শেয়ার ক্রেডিট হয়েছে -এ সপ্তাহেই হতে পারে লেনদেন

অবশেষে হা-ওয়েল টেক্সটাইল লিমিটেড আইপিওতে বরাদ্দ পাওয়া শেয়ার ক্রেডিট ( বিও হিসাবে জমা) হয়েছে। চলতি সপ্তাহের বুধ বা বৃহস্পতিবারে শেয়ারটির লেনদেন শুরু হতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং বিভাগের উপমহাব্যবস্থাপক নিজাম উদ্দীন অর্থসূচককে বলেন, হা-ওয়েলের আইপিওতে (প্রাথমিক গণ প্রস্তাব) বরাদ্দ পাওয়া শেয়ার আজ রোববার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমার কাজ সম্পন্ন হয়েছে। এখন কোম্পানি থেকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করলেই লেনদেনের তারিখ চূড়ান্ত করা হবে। সেক্ষেত্রে, এ সপ্তাহের বুধ বা বৃহস্পতিবার লেনদেন শুরু হতে পারে বলে জানান তিনি।

এর আগে চলতি মাসের ২ তারিখে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির অনুমোদন পায় কোম্পানিটি। কিন্তু শেয়ার ক্রেডিট সংক্রান্ত জটিলতার কারণে লেনদেন এক সপ্তাহ পিছিয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর হা-ওয়েলের আইপিও অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদনপত্র ও টাকা জমা নেয়। এতে ৪৫ গুণ আবেদন জমা পড়ে। মার্চের শেষভাগে আইপিও’র লটারি অনুষ্ঠিত হয়।

আইপিওর মাধ্যমে হা-ওয়েল ২০ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রসপেক্টাসে দেওয়াতথ্য অনুযায়ী, কোম্পানিটি এ অর্থ মেশিনারিজ ও জমি কেনা, ভূমি উন্নয়ন, নতুন ফ্যাক্টরি ভবন নির্মাণ, বর্তমান কারখানার অধুনিকায়ন করবে।

৩০ জুন ২০১৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ বা এনএভি হয়েছে ২৮ টাকা ৭৮ পয়সা।

অর্থসূচক/এসএ/এমআরবি/