

কপিল শর্মার টেলিভিশন শোতে ‘দ্য এক্সপোজ’ সিনেমার প্রচারণামূলক অভিযানের সময় ঝগড়া বাঁধে নবাগত অভিনেত্রী জয়া আফরোজের সাথে সোনালী রাউতের। যদিও সিনেমাটি ১৬ মে মুক্তি পেতে যাচ্ছে তারপরও সোনালীর সাথে ঝগড়া মেটাতে আগ্রহী নন জয়া। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জানা যায়, ‘দ্য এক্সপোজ’ সিনেমার বলিদৃশ্যের শুটিংয়ের সময় জয়া সোনালীকে চড় মারেন। এতে উত্তেজিত হয়ে পড়েন সোনালী। ফলে দুজনের মধ্যে লেগে যায় ঝগড়া। অভিনেতা হিমেশ রেশমিয়া উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে গিয়েও ব্যর্থ হন। এমনকি কপিল শর্মা তাদের বিরোধ মেটাতে উভয়কে একই সাথে ডিনারে যাওয়ারও আমন্ত্রণ জানান।
কিন্তু অভিনেত্রী জয়া বলেন, কপিলের শো’টাই সোনালীর সঙ্গে আমার শেষ দৃশ্য। এরপর আমরা আর কখনই এক সাথে হবো না।
২০১৩ সালের মিস ইন্ডিয়ার দ্বিতীয় রানার আপ এ অভিনেত্রী আরও জানান, তিনি শুধু অভিনেতা হিমেশের সাথেই এর প্রচারণায় অংশ নেবেন। কিন্তু তিনি কখনই সোনালীর সাথে ঝগড়া মেটাবেন না।
এএস/এআর