যৌন হয়রানির অভিযোগ: জবি শিক্ষকের অপসারণ দাবি

Jnu_teacher
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জহির উদ্দিন আরিফের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক জহির উদ্দিন আরিফের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে। অভিযুক্ত শিক্ষক জহির উদ্দিন আরিফের  ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানকে স্মারকলিপি দেওয়া হয়।

যৌন হয়রানির শিকার ছাত্রীটি জানায়, গত ১২ নভেম্বর ২০১১ সালে প্রথমবারের মতো তার সঙ্গে ফেসবুকে (সামাজিক যোগাযোগ মাধ্যম) প্রথম চ্যাট করেন। এরপর বিভিন্ন সময়ে তিনি (জহির উদ্দিন আরিফ) অসাধু এবং বাজে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলে কুপ্রস্তাব দেন। কিন্তু তার এ প্রস্তাবে রাজি না হওয়ায় ওই শিক্ষক আমার সাথে ক্লাস রুমে দুর্ব্যবহার করেন এবং বিশ্ববিদ্যালয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সবার ক্লাস উপস্থিতি হারের নাম্বার পরীক্ষার খাতায় যোগ করলেও আমারটি যোগ করেননি। এমবিএ ফাইনাল পরীক্ষায়ও আমাকে অংশগ্রহণ করতে দেয়নি।

এ বিষয়ে শিক্ষক জহির উদ্দিন আরিফ বলেন, এ বিষয়ে আমি এই মুহুর্তে কোনো মন্তব্য করতে রাজি নই।

এমআই/