

আগামি বুধবার শুরু হচ্ছে হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেডের শেয়ার লেনদেন। ইতোমধ্যে এই কোম্পানির শেযার ক্রেডিটও হয়ে গেছে। নতুন কোম্পানি হিসেবে ‘এন’ ক্যাটাগরিতে শুরু হবে এই কোম্পানির শেয়ার লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই শেয়ারের ট্রেডিং কোড হবে- “HWAWELLTEX”। আর ডিএসইতে কোম্পানির কোড হবে- 17461। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর হা-ওয়েলের আইপিও অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদনপত্র ও টাকা জমা নেয়। এতে ৪৫ গুণ আবেদন জমা পড়ে। মার্চের শেষভাগে আইপিও’র লটারি অনুষ্ঠিত হয়।
আইপিওর মাধ্যমে হা-ওয়েল ২০ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রসপেক্টাসে দেওয়াতথ্য অনুযায়ী, কোম্পানিটি এ অর্থ মেশিনারিজ ও জমি কেনা, ভূমি উন্নয়ন, নতুন ফ্যাক্টরি ভবন নির্মাণ, বর্তমান কারখানার অধুনিকায়ন করবে।
৩০ জুন ২০১৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ বা এনএভি হয়েছে ২৮ টাকা ৭৮ পয়সা।
অর্থসূচক/এসএ/এমআরবি/