

বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করতে বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রতিনিধিদল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন।
সোমবার রাত সাড়ে ৮ টায় বেগম জিয়ার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে তারা সাক্ষাৎ করবেন। বেগম জিয়ার গণসংযোগ কর্মকর্তা শামসুদ্দিন দিদার অর্থসূচককে জানান, বৌদ্ধ সম্প্রদায়ের দীপেন বড়ুয়া ও সুকুমার বড়ুয়াসহ একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপার্সনের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রসঙ্গত, বৌদ্ধ সম্প্রদায়ের আঙ্গিনায় বৌদ্ধ পূর্ণিমা। সারাবিশ্বের সাথে এদিন একযোগে বৌদ্ধ পূর্ণিমা পালন করবে দেশবাসি।
এমআর/সাকি