সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মহাজোট সরকার: ইনু

  • Emad Buppy
  • May 10, 2014
  • Comments Off on সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মহাজোট সরকার: ইনু
hasanul haque enu
hasanul haque enu
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মহাজোট সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় মহাজোট সরকারের কতিপয় কুলাঙ্গার জড়িত।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এট্রোসিটিজ অন মাইনোরিটিজ ইন বাংলাদেশ” শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত হামলা করা হয়েছে। একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংখ্যালঘুদের ওপর এই হামলা করেছে।

তিনি আরও বলেন, এই হামলার সাথে বিএনপি-জামায়াত শিবিরের ইন্ধন রয়েছে। তারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করার লক্ষে সংখ্যালঘুদের ওপর হামলা করেছে।

দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরে আলম লেলিন এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাংবাদিক অজয় দাস গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

এএইচ/কেএফ