খাদ্যশস্য দিয়ে পাখিচর্চা!

2

সৃষ্টির শুরু থেকেই খাদ্য নিয়ে খেলা করাটা মানুষের একধরনের নেশা। কিন্তু সে যদি জানতো এই খাবার দিয়েই নতুন কিছু তৈরি করা যায় তবে ইতিহাস তৈরি না হোক তার বিপক্ষে নতুন নতুন শিল্পাচর্চা আরও বাড়ানো সম্ভব হতো।  সম্প্রতি ধান, বীজ ও সবজি থেকে অবিশ্বাস্যভাবে পাখির শিল্পচর্চা করেছেন আর্জেন্টিনার আন্না কেভিল জয়েস।

পাঠকদের কথা চিন্তা করেই তার শিল্পকর্মের কয়েকটি ছবি নিম্নে উপস্থাপন করছে অর্থসূচক :

1
পাখিচর্চা- ছবি ডেইলি মেইল

সম্প্রতি ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, আর্জেন্টিনা ওই খাবার ভাস্কর এসব খাদ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন পাখির অসাধারণ সব শিল্পকর্ম। এতে ব্যবহারিত হয়েছে নানা ধরনের ফল, কফি, মটরশুটি, বীজ ও পালক, ডিমের কুসুম, গাজর, আলু ও সুতা।

2
পাখিচর্চা- ছবি ডেইলি মেইল

আর ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী অগাস্টিন নাইটো

3
পাখিচর্চা- ছবি ডেইলি মেইল

আর্জেন্টিনার এই শিল্পী বলেন ‘এটা আমার শোকের শরীরী অভিব্যক্তি, আমার মন ভালো থাকার একটি মাধ্যম। তিনি আরও বলেন, ‘পাখিটি হারিয়ে আমার যে ক্ষতি হয়েছে তার তুলনায় এগুলো খুবই সামান্য’।

4
পাখিচর্চা- ছবি ডেইলি মেইল

তিনি জানান, তার একটা পোষা পাখি ছিল। কয়েকবছর আগে পাখিটি হারিয়ে যাওয়ায় তিনি খুব শোকাহত হন। এর পর থেকে কেভিল তার পাখিকে স্বরণ করতে পাখির শিল্পচর্চা শুরু করেন। আর এ কাজে তিনি কাগজ কলমের ছন্দ নয়। ব্যবহার করেছে ধান, বীজ ও সবজিসহ বিভিন্ন ধরনের খাদ্য।

এস রহমান/