দিনাজপুরে চলছে পরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ চরমে

  • Emad Buppy
  • May 9, 2014
  • Comments Off on দিনাজপুরে চলছে পরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ চরমে
dinajpur

দিনাজপুরদিনাজপুরে মোটর পরিবহন শ্রমিকের ডাকে আজ দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে মোটর পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় এই ধর্মঘট পালন করা হচ্ছে।

পরিবহন ধর্মঘট থাকায় জেলার সকল অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।

অন্যদিকে মোটর পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করায় হাবিপ্রবির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

উল্লেখ্য, ৭মে বিকাল সাড়ে ৫টার দিকে কালিতলা এলাকায় ছাত্র-শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই অবরোধ ও ধর্মঘটের সৃষ্টি হয়।

কেএফ