২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে দাঁড়াবে: এইচ টি ইমাম

  • শরিফ মাহমুদ
  • May 8, 2014
  • Comments Off on ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে দাঁড়াবে: এইচ টি ইমাম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম

জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরনে বাংলাদেশের ভূমিকা প্রশংশিত হয়েছে।কমেছে শিশু ও মাতৃমৃত্যুর হার। সামাজিক নিরাপত্তা সূচকে দেশের অবস্থান বেশ ভাল। অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ৬ ছাড়িয়ছে। এভাবে চললে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে দাঁড়াবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার তিন দিনব্যাপী চিকিৎসা, সাস্থ্যসেবা,হাসপাতাল সামগ্রী ও সরবরাহ খাতের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি.ইমাম একথা বলেন।

এইচ টি ইমাম বলেন, তৈরী পোশাক,ঔষধ, জনশক্তি রপ্তানি বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়েছে। আমাদেরকে এগিয়ে নিয়েছে। জঙ্গীবাদ-হরতাল সহ বিভিন্ন সমস্যা পরিহার করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন,স্বাস্থ্যসেবা পাওয়া সাংবিধানিক অধিকার।শুধু হাসপাতাল নয় হাসপাতালের বাইরেও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশে হাসপাতালসমূহে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিক চেষ্টা অব্যহত আছে। প্রতিবছর শুধুমাত্র চিকিৎসা বাবদ বাংলাদশেীরা বিদেশে প্রায় ৫০০কোটি টাকা খরচ করে। প্রযুক্তি ও কারগিরী দক্ষতা বাড়ানো গেলে মানুষ চিকিৎসার জন্য বাইরে কম যাবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব নিয়াজুদ্দিন বলেন,বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ অল্প হলেও অর্জন অনকে বেশি। সবার মাঝে স্বাস্থ্যসবো নিশ্চিত করার জন্য গুণগত যন্ত্রপাতির বিকল্প নেই।সর্বাধুনিক চিকিৎসা ও ল্যাবরেটরি যন্ত্রপাতি, শল্য যন্ত্রপাতি, স্বাস্থ্য, হাসপাতাল উপকরণ ও সরঞ্জাম সর্ম্পকে সবার সম্যক ধারনা থাকতে হবে।

সেমস্ আয়োজিত এ প্রদর্শনীতে প্রায় ১০০টির বেশি ষ্টলে ২৩টি দেশের ৭০টি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, ইতালি, কোরিয়া, তাইওয়ান, সুইজারল্যান্ড, চীন, ডেনমার্ক, জাপান, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্ক, ফ্রাস্ন, সিঙ্গাপুর,অষ্ট্রেলিয়া, অষ্ট্রিয়া, আয়ারল্যান্ড, পোল্যান্ড, স্পেন ও আর্জেন্টিনা।

প্রতিদিন ব্যবসায়ী ও সাধারন দর্শনার্থীদের জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী উন্মূক্ত থাকবে।

ইউএম/