সূচক ও লেনদেন কমেছে

dse_2
dse_2
ডিএসই-সূচক-নিম্নমুখী

তৃতীয় দিনের মাথায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমে গেছে বৃহস্পতিবার। গতকাল বুধবার সূচক বেড়েছিল। তবে কমে গিয়েছিল লেনদেন। এর আগে টানা দর পতনে ছিল পুঁজিবাজার। মঝে মাত্র একদিন লেনদেন ও সূচক উভয়ই বেড়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই দিন ডিএসই প্রধান সূচক বা ডিএসইএক্স সূচক কমেছে ২০ পয়েন্ট। এই সূচকের অবস্থান দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৫ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১১‌ পয়েন্ট কমেছে এই দিন। ১ হাজার ৬৬৬ পয়েন্টে অবস্থান করছে এই সূচক।

ডিএসইতে ৭১ কোটি টাকার লেনদেন কমেছে বৃহস্পতিবার। এই দিন লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ১৪ লাখ টাকার। মোট লেনদেন হয়েছে ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে ১০৯টির দর বেড়েছে। দর কমেছে ১৪৫টির। আর দর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের।

টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল, মতিন স্পিনিং, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, স্কয়ারফার্মা, পদ্মা অয়েল, এমারেল্ড অয়েল, হাইডেলবার্গ সিমেন্ট এবং গ্লোডেন সন লিমিটেড।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৪৮ পয়েন্ট কমেছে এই দিন। সার্বিক সূচক অবস্থান করছে ১৪ হাজার ৫০ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

অর্থসূচক/এমআরবি/