

বিরল উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদের সভাপতিত্বে উপজেলা সমন্বয় কমিটির প্রথম সভার মধ্য দিয়ে উপজেলা পরিষদের দ্বায়িত্বভার গ্রহণ করলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এ,কে,এম আফজালুল আনাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সমন্বয় কমিটির সকল সদস্যদের সাথে পরিচিতি পর্বশেষে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদের সভাপতিত্বে সভা শুরু হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুমের পরিচালনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক মসলেম উদ্দীন, চেয়ারম্যান মিজানুর রহমান, সেরাজুল ইসলাম, অফিসার ইনচার্জ রেজাউল করিম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জাহিদুল ইসলাম বিশ্বাস, পরিবার পরিকল্পনা অফিসার নুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, প্রাথমিক শিক্ষা অফিসার প্রত্যুষ কুমার সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের সমন্বয় কমিটির প্রথম সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচন, বিভিন্ন স্থায়ী কমিটি গঠন, উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন বিষয়ে আলোচনাসহ পরিকল্পনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি সকুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক মসলেম উদ্দীনের নেতৃত্বে চেয়ারম্যানবৃন্দ নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে ফুল দিয়ে বরণ করে নেন।
এছাড়াও নব-নির্বাচিত চেয়ারম্যান সমন্বয় সভা শেষে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌঁছলে সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে ফুলগুচ্ছ দিয়ে উপজেলা বিএনপি ও অংগসংগঠন সমূহের নেতাকর্মীবৃন্দ তাকে বরণ করে নেন। উক্ত সভায় বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা আরজু মান্দ বানু উপস্থিত হয়ে সভাটিকে প্রানবন্ত করে তোলেন।
সাকি/