
হিলি সীমান্তের জাংগই বাজার থেকে গান পাউডার, ৬ রাউন্ড গুলি ও জালটাকাসহ ভারতীয় মোবাইলের সিমকার্ড উদ্ধার করেছে বিজিবি।
বুধবার সকাল সাড়ে ৮টায় বাসুদেবপুর বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে।
বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার আব্দুল জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসুদেবপুর ক্যাম্পের বিজিবির একটি দল হিলির জাংগই বাজারে অভিযান চালায়।
এ সময় বাজারের পার্শবর্তী ধানক্ষেতে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ৬ রাউন্ড পিস্তলের তাজা গুলি, গান পাউডারসহ বোমা বানানোর রাসায়নিক পদার্থ ৩ বোতল, ভারতীয় মোবাইলের ২টি সিমকার্ড এবং ২ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। তবে এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কেএফ