
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরিয়ম (২৪) নামের এক তরুণীকে আটক করেছে গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তার কাছ থেকে ১ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধা করা হয়।
মঙ্গলবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এমএইচ ১১২ ফ্লাইটের একটি বিমানে করে ঢাকায় আসেন মরিয়ম। সেখানে কাস্টমসের গোয়েন্দা শাখার কর্মকর্তারা তাঁকে তল্লাশি করে এক কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করে।
শুল্ক, গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তরের মহাপরিচালক মাইনুল খান বলেন, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ২২ লাখ টাকা। তিনি বলেন, মরিয়মের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে। বিমানবন্দরের কর্মকর্তারা সন্দেহভাজন হিসেবে মরিয়মকে জিজ্ঞাসাবাদ করলে সোনা পাচারের কথা স্বীকার করে সে।
কেএফ