
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের জিবিবি পাওয়ার লিমিটেড কোম্পানি ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের জন্য ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে। এর আগে কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এই কোম্পানি। বর্তমানে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি হিসেবে লেনদেন করছে এই কোম্পানি। এই কোম্পানি বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ১২ দশমিক।
অর্থসূচক/এমআরবি/