
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের ছাত্রী লাঞ্ছনাকারী নুরুল আমিন সবুজের শাস্তির দাবিতে মাননবন্ধন করেছে ছাত্রীরা।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অভিযুক্ত সবুজকে দ্রুত গ্রেপ্তার, ক্যাম্পাসে তার মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ছাত্রীদের নিরাপত্তার দাবি জানানো হয়।
মানববন্ধনে ছাত্রীরা বলেন, এই ক্যাম্পাসে এখন আর আমরা নিরাপত্তা পাচ্ছি না। পরীক্ষার হলে যদি একজন ছাত্রী নিরাপত্তা না পায়, তাহলে ক্যাম্পাসের কোথায় সে নিজেকে নিরাপদ ভাববে? আমরা ক্যাম্পাসে নিরাপত্তা চাই এবং ছাত্রী লাঞ্ছনাকারী সবুজের বিচার চাই।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বাংলা বিভাগের পরীক্ষার হলে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কৃত ছাত্র সবুজ অস্ত্রের মুখে এক ছাত্রীকে লাঞ্ছিত করে। ২০১১ সালের ১৩ এপ্রিল বাংলা বিভাগের প্রথম ব্যাচের ছাত্র সবুজ একাধিকবার প্রেমে ব্যর্থ হয়ে একই বিভাগের এক ছাত্রীকে ছুরিকাঘাত করে। একই বছরের ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩১তম সিন্ডিকেট সভায় সবুজকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবং ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়।
কেএফ