
চট্টগ্রাম রেলস্টেশন থেকে ১৬টি টিকেটসহ মো. এমরান নামে এক কালোবাজারিকে আটক করেছে রেলের নিরাপত্তাকর্মীরা। আটক এমরানের বাড়ি পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকায় বলে জানা গেছে।
সোমবার পুরাতন রেলস্টেশনের টিকেট কাউন্টারের সামনে থেকে টিকেটসহ তাকে আটক করে জিআরপি থানায় সোর্পদ করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে সূত্রে জানা যায়, স্টেশনের সামনে বিভিন্ন যাত্রীর কাছে টিকেট বিক্রি করার সময় নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। এ সময় তার কাছে আগামি ৩০ এপ্রিলের গৌধূলী এক্সপ্রেসের ৮ সিটের ৪টি টিকেট এবং একই তারিখের তূর্ণা নিশিতা এক্সপ্রেসের ৮ সিটের ৪টি টিকেট পাওয়া যায় ।
রেলের প্রধান নিরাপত্তা পরিদর্শক আনোয়ার হোসেন জানান, অবৈধভাবে টিকেট কিনে তা বিক্রি করার দায়ে এক কালোবাজারিকে আটক করা হয়েছে। আটকের পর তাকে জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে। এ বিষয়ের সাথে রেলওয়ের কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।