
রাজধানী ঢাকার রাস্তায় নামছে নতুন ট্যাক্সি ক্যাব। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলুদ রঙের নতুন এই ট্যাক্সি ক্যাব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
এর আগে পয়লা বৈশাখে এ ট্যাক্সি ক্যাব রাজধানীতে নামার কথা থাকলেও ভাড়া সংক্রান্ত জটিলতার কারণে তা সম্ভব হয়নি।
গত ২৩ মার্চ যোগাযোগ মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় এক বৈঠকে নতুন ট্যাক্সিক্যাবের জন্য প্রথম দুই কিলোমিটার ১০০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার ৩৪ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। যা এর আগে ছিল ৬০ টাকা ও ১৫ টাকা।
তবে উদ্বোধনের দিনেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসতে পারে ভাড়া কমানোর ঘোষণা।
এছাড়া যাত্রা বিরতিকালে বা যানজটে আটকে থাকলে প্রতি দুই মিনিটের জন্য দিতে হবে সাড়ে ৮ টাকা। আর ৮ মিনিট আটকে থাকলে দিতে হবে এক কিলোমিটারের ভাড়া।
তবে ভারতের কলকাতা,দিল্লি, হায়দরাবাদে কিলোমিটারপ্রতি ভাড়া ১৫ রুপি বা ১৯ টাকা। ব্যাঙ্গালুরে ২২ টাকা, মুম্বাইয়ে ২৩ ও পাটনায় ১১ টাকা। পাকিস্তানের লাহোরে কিলোমিটার প্রতি ট্যাক্সিক্যাবের ভাড়া ২৩ টাকা, করাচিতে ২৭ টাকা। শ্রীলঙ্কার কলম্বোয় ২৬ টাকা।
এসএসআর