
রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। আগামিকাল ২১ এপ্রিল, সোমবার স্পট মার্কেটে শুরু হচ্ছে এই কোম্পানির শেয়ারের লেনদেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এই শেয়ারের লেনদেন আগামিকাল ২১ এপ্রিল, সোমবার এবং ২২ এপ্রিল, মঙ্গলবার স্পট মার্কেটে ব্লক/অডলটে হবে। আর কোম্পানির রেকর্ড ডেট থাকায় আগামি ২৩ এপ্রিল, মঙ্গলবার এই শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ১১ দশমিক ৮২।
কোম্পানির অনুমোদিত মূলধন রয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন রয়েছে ৫৭০ কোটি ২০ লাখ টাকা।
অর্থসূচক/এমআরবি/