
সাড়ে ১০ হাজার টাকার জেডটিইর স্মার্টফোন মাত্র সাড়ে তিন হাজার টাকায় দিচ্ছে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক।
বাজারে এই স্মার্টফোনটির দাম ১০ হাজার ৩৪৯ টাকা হলেও বিশেষ গ্রাহকদেরকে সাশ্রয়ী এই সুবিধাটি দিচ্ছে বাংলালিংক। আর প্রতিটি হ্যান্ডসেটের সঙ্গে এক গিগাবাইট ডেটাও ফ্রি দেওয়া হচ্ছে।
বাংলালিংকের ‘প্রিয়জন’ প্লাটিনাম ও গোল্ড প্যাকেজের আওয়াতায় থাকা সদস্যরা পাবেন এই সুবিধা।
আর সিলভার সদস্যরা এই হ্যান্ডসেট পাবেন ৪ হাজার ২০০ টাকায় । এই স্পেশাল জেডটিইভি-৮০৭ অফারটি সারা দেশের বাংলালিংক কাস্টমার সেন্টারে পাওয়া যাবে।
বাংলালিংক সিম ব্যবহারকারী ‘প্রিয়জন’ গ্রাহকেরা তাদের স্ট্যাটাস জানতে *৬০০০# ডায়াল করে নিশ্চিত হতে পারেন।
এছাড়া হ্যান্ডসেটটি বাংলালিংক কাস্টমার সেন্টারে নিয়ে গেলে তারাই আপনাকে জানিয়ে দেবে বর্তমান স্ট্যাটাস। তবে বাংলালিংকের সঙ্গে সংশ্লিষ্ট কেউ এই অফারটি পাবেন না বলে জানিয়েছে মোবাইল অপারেটর কর্তৃপক্ষ।
এসএসআর/